ঢাকা: সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করছে তারা বাংলাদেশ সচিবালয়ে অবস্থান করেছে। সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে উল্লেখ করে এ কথা বলেন তিনি।আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত, ভারতের কালো থাবা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে এসব বলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ।জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশকে ভারতের কাছে নতিস্বীকার করে রেখেছিলো পতিত শেখ হাসিনার সরকার। ১৬ বছর আমাদের কথা বলতে দেয়া হয়নি।তিনি যোগ করেন, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা আয়না ঘরে হারুন, বিপ্লবের কাছে নির্যাতিত হয়েছে। পতিত সরকার গোপনে চুক্তি করেছে ভারতের সাথে। মংলা, চট্টগ্রাম, ট্রানজিট এসবই ছিলো ষড়যন্ত্রের অংশীদার।সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, আগামী জাতীয় নির্বাচনকে...