আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সরঞ্জাম আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ধাপে ধাপে এসব সামগ্রী পৌঁছাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ছয় ধরনের সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এসব সরঞ্জাম আসা শুরু হয়েছে। আজও কিছু এসেছে। এসবের মধ্যে রয়েছে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হেসিয়ান ব্যাগ ও ছোট হেসিয়ান ব্যাগ। ইসির উপসচিব রাশেদুল ইসলাম বলেন, বড় ও ছোট হেসিয়ান ব্যাগের পুরো চাহিদা ইতোমধ্যেই পূরণ হয়েছে। অন্য সরঞ্জামগুলো ধাপে ধাপে আসছে। ইসির হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার থাকতে পারে প্রায় পৌনে ১৩ কোটি। সেই অনুযায়ী প্রয়োজন হবে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ। • লাল গালা: ২৩ হাজার কেজি চাহিদার এক-চতুর্থাংশ...