স্পেনে সোমবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতা খুঁজে বের করা অথবা নিষিদ্ধ হওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানে এটি সর্বশেষ প্রচেষ্টা। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র-চীন সর্বশেষ উচ্চ পর্যায়ের বাণিজ্য বৈঠক হয়েছিল জুলাইয়ে, যেখানে তারা শুল্ক বিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত বহাল রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধের পক্ষে থাকলেও পরে অবস্থান পরিবর্তন করেন এবং এ পর্যন্ত তিনবার নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। আগামী বুধবার সময়সীমা শেষ হলেও ধারণা করা হচ্ছে তা চতুর্থবারের মতো বাড়ানো হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন,...