পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাফ সিকোর্সকি বলেছেন, রাশিয়ার সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশ মূলত ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করার একটি পরীক্ষা ছিল। তার মতে, মস্কো ইচ্ছাকৃতভাবে বিস্ফোরকবিহীন ড্রোন পাঠিয়ে উসকানি দিয়েছে, যাতে যুদ্ধ শুরু না করেও পশ্চিমাদের প্রতিক্রিয়া বোঝা যায়। খবর গার্ডিয়ানের।গত সপ্তাহে প্রায় ১৯টি ড্রোন পোল্যান্ডের ভেতরে ঢোকে, যার মধ্যে মাত্র তিন-চারটি ভূপাতিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সামান্য সম্পত্তি ক্ষতি হয়েছে। সিকোর্সকি বলেন, এটি ইউক্রেনের সংজ্ঞায় শতভাগ সফল প্রতিরক্ষা হিসেবেই ধরা হতো।এদিকে, রোমানিয়াও তাদের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের অভিযোগ করেছে। দেশটি মস্কোর রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কাল্লাসও ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।ন্যাটো ইতোমধ্যে পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের লুবলিন শহরের বিমানবন্দরও সতর্কতার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়।সহিংসতার প্রতীক হিসেবে পতাকা ব্যবহারে...