রাত তখন তিনটা। নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন নোয়াখালীর হাতিয়া এলাকার একটি ট্রলারের জেলেরা। হঠাৎ ইঞ্জিনচালিত নৌকার শব্দ শুনে জেলেরা তাকাতেই দেখেন, একদল সশস্ত্র লোক তাঁদের ট্রলারে উঠে আসছেন। জেলেদের মারধর করে তাঁরা ট্রলারের সব মালামাল লুট করেন। যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া হয় নিশান উদ্দিন (২২) নামের এক জেলেকে। গত শনিবার গভীর রাতে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই ডাকাতির ঘটনা ঘটে। আক্রান্ত জেলেদের ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছিল ডাকাতেরা। সাগরে এক দিন ভেসে থাকার পর গতকাল রোববার রাত ১১টায় হাতিয়ার জাহাজমারা ঘাটে ফেরেন তাঁরা। এরপর ডাকাতির ঘটনাটি জানাজানি হয়। জেলেরা জানান, ডাকাতদের হামলায় পাঁচজন জেলে আহত হন। তারা ট্রলারের মাছ, জাল, জ্বালানি তেল ও অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত অপহৃত...