জাতীয় নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। রক্ষণ সামলে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মাঠের লড়াইয়ে সাফল্যও কম পাননি। সাফ জেতার পর তো তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেই দলের অন্যতম তরুণ সদস্য আফঈদা পেলেন অন্যরকম স্বীকৃতি- ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এমন পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিয়ে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’ এরপর আরও যোগ করে বলেছেন, ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো...