খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে সৌদি প্রবাসী পরিবারের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগে স্থানীয়রা মানববন্ধন করেছে। এ ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যদের মারধর ও নারীদের ওপরও হামলা চালানো হয়; আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে কয়েক শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল সরদার ও তার আপন ভাই মো. সাইফুল্লাহকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। গ্রামবাসীর অভিযোগ, দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকার সাতজন প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায় করছে। সাম্প্রতিক ঘটনায় সৌদি প্রবাসী মো. সোহরাব হোসেনের কাছে মোটরসাইকেল কেনার জন্য চাঁদা দাবি করলে তার ছোট ভাই এবাদুল হোসেনকে মারধর করে হাত ভাঙা হয়। এ সময় পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালানো...