গত বছর জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। মাহমুদুর রহমান তাঁর সাক্ষ্যে বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল ২০০৮ সালের নির্বাচনের আগে দিল্লিতে, যেখানে হাসিনাকে নির্বাচনে জেতাতে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির একটি বৈঠক হয় এবং সে অনুযায়ী একটি সাজানো নির্বচান হয়। ক্ষমতাসীন হওয়ার পর শেখ হাসিনার তাঁর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনা করে। যার কারণে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন...