ঢাকা: আগামী ২০৫০ সালের মধ্যে সরাসরি হুমকির মুখে পড়তে পারে অস্ট্রেলিয়ার সমুদ্রতীরবর্তী অঞ্চলে বসবাসকারী প্রায় ১.৫ মিলিয়ন মানুষ। জলবায়ু গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসরত লাখো মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় আগামী বছরগুলোতে অতিরিক্ত গরম, ভয়াবহ বন্যা, সাইক্লোন, খরা ও বনাঞ্চলে আগুন (বুশফায়ার) আরও তীব্র আকার ধারণ করতে পারে।অস্ট্রেলিয়ার জলবায়ু গবেষণা কেন্দ্রের মতে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জলবায়ু বিষয়ক অস্ট্রেলিয়ার মন্ত্রী বলেন- “আমরা এ ব্যাপারে সতর্ক আছি এবং প্রতি বছরই সুরক্ষা ব্যবস্থা জোরদার করছি। তবে এসব প্রস্তুতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে ধারণা দেবে।”গবেষকরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০...