স্বাধীন পরিসংখ্যান কমিশন নয়, হচ্ছে কাউন্সিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট) এবং প্রতিষ্ঠান প্রধানের (বর্তমানে ডিজি) পদ পরিবর্তন করে চিফ স্ট্যাটিশিয়ান করার সুপারিশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা উপদেষ্টার কাছে প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে টাস্কফোর্স। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা উপদেষ্টার সম্মেলন কক্ষে আলোচনার পর খসড়াটি জমা দেন টাস্কফোর্সের সদস্যরা। এতে নেতৃত্ব দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান। সঙ্গে অন্য সদস্যরাও ছিলেন। প্রতিবেদনে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়। এটির সদস্য সংখ্যা হবে ৭ জন। এই কাউন্সিল পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি পরিসংখ্যান ব্যুরোতে চিফ স্টাটিশিয়ানের নিয়োগসহ ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি দেখবে। এছাড়া ব্যয় নিরীক্ষা তদারক করবে। এই কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। প্রতিবেদনের খসড়ায় বলা হয়েছে, তথ্যের গড়মিল এবং যেকোন তথ্য প্রকাশে...