১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম চাঁদপুরের হাজীগঞ্জে দুই প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণ, নগদ টাকা, কম্বলসহ বিভিন্ন দামী মালামাল মিলে প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ তসরুপ হয়েছে বলে দাবী করে ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি ১৪ সেপ্টেম্বর রবিবার রাতে যেকোনো সময় ঘটিয়েছে বলে ধারনা করা হয়। উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামের প্রবাসী ইউসুফ পাটোয়ারী ও শওকত পাটোয়ারীর বাড়ীতে রাতের আধারে এ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, প্রবাসী ইউসুফের বসতঘর থেকে স্বর্ণ ৭ ভরি, নগদ ৪০ হাজার টাকা, প্রায় ১০/১২ টা কম্বলসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। স্ত্রী লায়লা বেগম বাড়ী থেকে সন্তানের পরীক্ষার জন্য ঢাকা যায়। এ সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি আরেক প্রবাসী শওকত পাটোয়ারীর ঘর থেকে...