১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে শহরের আশিকা কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এ সময় এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা,সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ সভাপতি এ্যাড ভবতোষ দেওয়ান, বিশিষ্ট আইনজীবী এ্যাড জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোমেন...