মেয়েদের যখন একটু সাজগোজ চাই, তখন হাতের মেহেদিও চাই একদম টুকটুকে লাল। হোক তা উৎসব, বন্ধুর বিয়ে, কোনো স্পেশাল দিন বা শুধুই নিজের জন্য—মেহেদির গাঢ় রং যে সাজে এনে দেয় এক আলাদা উজ্জ্বলতা, তা আর বলার অপেক্ষা রাখে না।আরও পড়ুন :নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগআরও পড়ুন :উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়কিন্তু অনেকেই অভিযোগ করেন, ‘মেহেদি তো লাগালাম, কিন্তু রং আসে না ঠিকমতো!’ এই সমস্যার খুব সহজ সমাধান আছে—সঠিক উপাদান ও একটু ঘরোয়া কৌশল জানলেই মেহেদির রং হবে একেবারে গাঢ় লালচে! চলুন আজ জেনে নিই কিছু ঘরোয়া টিপস।খিটখিটে মেজাজ দূর করার ৭ সহজ উপায়টিউব নয়, ঘরের তৈরি মেহেদি ব্যবহার করুনঅনেকেই ভাবেন টিউব মেহেদি ছাড়া গাঢ় রং সম্ভব নয়। কিন্তু জানেন কি, বাজারের মেহেদিতে থাকে অনেক রকম ক্ষতিকর কেমিক্যাল?...