কুমিল্লা: এক মাসে দুটি ফ্যান, দুটি লাইট, একটি ফ্রিজ ও টেলিভিশনের বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে এক গ্রাহককে এ বিল দেওয়া হয়।আগস্ট মাসে একই গ্রাহক দেন ১৪০০ টাকার কিছু বেশি বিল। এমন ভুতুড়ে বিল পেয়ে বিস্মিত বাড়ির মালিক। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে কুমিল্লা নগরের দুই নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেটের এলাচি বাড়িতে। ওই বাড়ির গৃহবধূ তানজিদা আক্তার রিয়া জানান, সাড়ে চার বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ শাসনগাছায় জানিয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার লিখিত আবেদন করেন তারা। বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানোর পরও প্রতিমাসে ৪০, কখনো ৪৩ টাকার বিল আসে। এ নিয়ে বিদ্যুৎ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা...