এশিয়া কাপে গতকাল (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে সমালোচনা করেছেন শোয়েব। তিনি দুই দলের কাছে ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিবাদ হিসেবে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ম্যাচ পরবর্তী আয়োজনে অংশ নেননি সেই বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া চ্যানেল পিটিভি স্পোর্টসের ‘গেম অন হে’ অনুষ্ঠানে শোয়েব এই ঘটনা নিয়ে কথা বলে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভারতকে অভিনন্দন, তোমরা দারুণ খেলেছ। আমি অভিভূত। তবে এটা দেখতে খারাপ লাগছে, আমি জানি না কী বলব! ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক বানানো যাবে না। আমরা তোমদের সম্পর্কে ভাল কথা বলেছি। কিন্তু হাত না মেলানো নিয়ে অনেক কিছুই বলতে পারতাম। ঝগড়া হয়, এমনকি বাড়িতেও হয়। ভুলে যাও, এগিয়ে যাও।...