দেশের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে তথ্য দিয়ে সহায়তা করা যাবে। কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে জানিয়ে তা রোধে সাধারণ মানুষের কাছে এ বিষয়ে তথ্য সহায়তা চাওয়া হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠপর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম...