যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হলো প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। পুরস্কার জিতার পরই মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী। এ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় নির্ধারিত ৪৫ সেকেন্ডের সীমা অতিক্রম করেন আইনবাইন্ডার। মঞ্চে তিনি বক্তব্য দেওয়ার পর শেষ মুহূর্তে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। তার এই বক্তব্য ও শেষ মুহূর্তের স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ...