নিহতরা হলেন— স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী (৪৫), পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য (৩৫) ও বাসযাত্রী আক্তার হোসেন (৪৭)। তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সময় নড়াইলে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফর মারা গিয়েছিলেন। নিক্কনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায়...