রাজবাড়ীর কালুখালীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ। সভায় প্রধান অতিথি ছিলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুনির হোসেন (পিভিএম), কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার বাকী বিল্লাহ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী তনয় চক্রবর্তী শম্ভু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রনজয় কুমার বসু ও সাধারণ সম্পাদক শ্রী যাদব কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। এছাড়াও সভায় উপজেলা...