পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনলাইন শপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে। সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কোম্পানির পণ্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো হবে। পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২১৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১। ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৪২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৮.৫৬ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর...