জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় বড় অসংগতি বেরিয়ে আসছে। অন্তত দুটি হলে মোট বৈধ ভোটের চেয়ে বেশী ভোট গোণা হয়েছে। আর একজনকে বিজয়ী ঘোষণার পর ফোন করে বলা হচ্ছে তিনি বিজয়ী হননি। শনিবার ফলাফল ঘোষণার পর থেকে এ ধরনের আরও অসঙ্গতি নজরে আসে। শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে আশরাফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ফল ঘোষণার কিছুক্ষণ পর হল প্রভোস্ট তাকে ফোন করে বলেন, ‘তুমি জয়ী হওনি, গণনায় ভুল হয়েছে, আমরা দুঃখিত।’ এই পদে চারজন প্রার্থী মিলে মোট ৫০৯টি ভোট পেয়েছেন, যদিও হলটিতে মোট ভোট পড়েছে ৪৬৯টি। ফলে ভোট গণনায় ত্রুটির প্রশ্ন উঠেছে। যে ফল ঘোষণা করা হয় তাতে দেখা যায়, ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে আশরাফুল ইসলাম পেয়েছেন ১৩২ ভোট। তারপর লুৎফর...