নেপালে সাম্প্রতিক ‘জেন জি’ আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হলে তারা প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবেন না। পরিবারের অন্যতম দাবি হলো নিহতদের স্বজনদের সচিব পর্যায়ের পেনশন সুবিধা প্রদান। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে অবস্থান নিয়ে পরিবারগুলো এই ঘোষণা দিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। অপরদিকে, আন্দোলন ও সহিংস বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রোববার তারা প্রধানমন্ত্রী কার্কির সরকারি বাসভবন বালুওয়াটারের সামনে জড়ো হয়ে জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য তারা অপেক্ষা করছেন। নিহত কমল সুবেদীর স্বজন জানান, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয়েছে, তবে রোববার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল। পরিবারগুলোর দাবির মধ্যে রয়েছে— ৮ ও...