ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার খাবারের মান ও রান্নাঘরের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হল সংসদের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আজিজুল হক। এ সময় হাফপ্যান্ট পরে কাজ করানোয় তোপের মুখে পড়েন ক্যাফেটেরিয়ার ম্যানেজার।রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে তিনি ম্যানেজারকে ১৫ দিনের আলটিমেটাম দেন।ভিপি আজিজুল হক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়ায় নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। রান্নার পরিবেশও অস্বাস্থ্যকর। তিনি বলেন, আপনারা ৪২ বছর ধরে এখানে দায়িত্বে আছেন, অথচ কোনো উন্নয়ন চোখে পড়ে না। আলু পচা, ডালের মধ্যে ডাল নেই। তাহলে আপনাদের এখানে রাখার কারণ কী।তিনি আরও বলেন, রান্নাঘরে কর্মচারীদের মাথায় ক্যাপ নেই, তারা অভিযোগ করেছেন আপনাদের পক্ষ থেকে কোনো কিচেন ক্যাপ দেওয়া হয়নি। রান্নাঘরে শত শত সিগারেটের ফিল্টার পড়ে আছে। কয়েকজন কর্মচারী হাফপ্যান্ট পরে রান্না করছেন। এটা কোনো...