নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জটিলতায় বাংলাদেশ থেকে ডাকযোগে পার্সেল পাঠানো দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ ডাক অধিদপ্তর গত ২৮ আগস্ট থেকে এ স্থগিতাদেশ কার্যকর করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বের ‘ডি মিনিমিস’ নিয়ম অনুযায়ী, ৮০০ ডলার বা তার কম মূল্যের পণ্য শুল্কমুক্ত অবস্থায় প্রবেশ করত। কিন্তু ট্রাম্প প্রশাসন এই নীতি বাতিল করে দেওয়ায় ২৯ আগস্ট থেকে সব ধরনের আমদানি পণ্যে শুল্ক আরোপ শুরু হয়। হঠাৎ এই পরিবর্তনে বিশ্বব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং বিবিসি জানায়, বাংলাদেশসহ অন্তত ৮৮টি দেশ যুক্তরাষ্ট্রগামী ডাক পার্সেল সেবা স্থগিত বা সীমিত করেছে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)-এর তথ্য অনুযায়ী, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর মাত্র এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ডাকযোগে পাঠানো পার্সেলের সংখ্যা ৮১ শতাংশ কমে গেছে। বাংলাদেশের...