ফরিদপুরের থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন আন্দোলনকারীরা জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালান। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আরো পড়ুন:চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে যুবদল নেতার হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২খাগড়াছড়িতে যুবকের ২ হাতের কবজি কাটল সন্ত্রাসীরা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে যুবদল নেতার হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২ স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত পাঁচদিন ধরে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছিলেন। সোমবার দুপুরে তারা ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এই দুই সড়কে যান...