এশিয়া কাপ ২০২৫-এ ভারতের মুখোমুখি পাকিস্তানের সঙ্গে ম্যাচ ক্রিকেটিও দিক থেকে তেমন উত্তেজনা সৃষ্টি করতে পারেনি। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি। তবে ম্যাচের পর ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা ও অন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত না নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো হ্যান্ডশেক হয়নি। এমনকি পাকিস্তান দল যখন ভারতের ড্রেসিং রুমের দিকে গিয়েছিল, তখনো দরজা বন্ধ ছিল। আরও পড়ুনআরও পড়ুনভারতের নো-হ্যান্ডশেক নিয়ে যা বললেন শোয়েব আখতার পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে সুর্যকুমার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি জানান, হ্যান্ডশেক না করার এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে একটি বার্তা দেওয়া, যা পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনা স্মরণে নেওয়া হয়েছে। তবে...