গাজার বাস্তচ্যুত ফিলিস্তিনিরা আক্ষেপ করে বলেছেন, পশুরাও তাদের চেয়ে ভালো জীবন কাটাচ্ছে। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, তাদের পরিস্থিতি হতাশাজনক এবং তাদের আশ্রয়ের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। খবর আল জাজিরার। আহমেদ হাব্বুশ নামের এক বাসিন্দা বলেন, পরিস্থিতি খুবই কঠিন। বেশিরভাগ মানুষের কাছে চলাচলের জন্য পরিবহন খরচও নেই। তিনি বলেন, এটা কোনো জীবন নয়, আমরা ক্লান্ত। পশুরাও আমাদের চেয়ে ভালো জীবনযাপন করছে। ৬২ বছর বয়সী খালেদ ইমাদ বলেন, ইসরায়েলের হুমকি এবং তীব্রতর হামলার পর তিনি পায়ে হেঁটেই শহর ছেড়ে পালিয়েছেন। তিনি বলেন, আমি হাঁটতে থাকবো। আমি জানি না কী হচ্ছে। এই দরিদ্র, ক্লান্ত, মৃত্যুমুখে পতিত মানুষদের বাঁচাতে বিশ্ব কোনো পদক্ষেপ নিতে চায় না। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। অবরুদ্ধ এই উপত্যকায় একদিনে নিহত হয়েছে...