লেবার পার্টির ডেপুটি নেতৃত্বের দৌড়ে চূড়ান্ত প্রার্থী হিসেবে অবশেষে মনোনয়ন নিশ্চিত হয়েছে দুজনের। তারা হলেন—শিক্ষা সচিব ও এমপি ব্রিজেট ফিলিপসন এবং ম্যানচেস্টারের এমপি লুসি পাওয়েল। লুসি পাওয়েল ১১৭ জন এমপির সমর্থন পেয়ে প্রয়োজনীয় সীমা অতিক্রম করেন। অন্যদিকে, বামপন্থি এমপি বেল রিবেইরো-অ্যাডি ৮০ জন এমপির সমর্থন পেলেও মাত্র ২৪টি মনোনয়ন পান। ফিলিপসন বুধবার রাতেই পর্যাপ্ত সমর্থন অর্জন করেন এবং বৃহস্পতিবার আরও সমর্থন যোগ হয়ে তার মোট সমর্থন দাঁড়ায় ১৭৫ জন এমপিতে। সমর্থন পাওয়ার পর ফিলিপসন বলেন, আমি গর্বিত যে লেবার দলের সব ধারা এবং দেশের নানা অঞ্চল থেকে এমপিদের অর্ধেকেরও বেশি আমার পাশে দাঁড়িয়েছেন। লেবার তখনই জেতে যখন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দলের সব অংশের কণ্ঠস্বরকে মন্ত্রিসভায় স্থান দেব, যেন আমরা দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করতে পারি।’ তিনি আরও...