ইসরাইলি হামলার পর কাতারে জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নিতে কাতারে জড়ো হতে শুরু করেছেন আরব নেতারা। রোববার (১৪ সেপ্টেম্বর) কাতার স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে, মৌরতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ উলদ এল-ঘাজাওয়ানি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্টেট মিনিস্টার খলিফা শাহিন আল-মারারও কাতারের রাজধানীতে পৌছেছেন। তিনি শীর্ষ সম্মেলনের আগে আরব পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবেন। আরও পড়ুনআরও পড়ুনগাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরাইলের হামলায় পাঁচ জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। গাজায় চলমান কঠোর ইসরাইলি যুদ্ধে এ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে ৬৪,৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করছে। ইসরাইলি হামলার পর কাতারে জরুরি...