১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতায় ভোগান্তিতে সাধারণ মানুষ, বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। সোমবার দুপুরে সামান্য সময়ের বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক হাঁটু পানিতে ডুবে যায়। এতে নারী-পুরুষসহ হাজারো ক্রেতা ও সাধারণ মানুষ পড়েন চরম দুর্ভোগে। সরেজমিনে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই টরকী বন্দর সদর রোড ভ’মি অফিসের সামনে থেকে ডাচবাংলা ব্যাংক পর্যন্ত জমে থাকে হাঁটু পানি। এছাড়াও পোষ্ট অফিস রোড, কাঁচা বাজার, অগ্রনী ব্যাংক সংলগ্ন , টরকী বড় মসজিদের সামনে,রায় পট্টি,ছাগলহাট পর্যন্ত সৃষ্টি হয় জলাবদ্ধতার এতে ভোগান্তিতে পরেন সাধারণ ক্রেতা ও বিক্রেতা উভয়ের। এদিকে টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী ফিরোজ হাওলাদার বলেন, এখানে আড়াই হাজারের বেশি দোকান ও প্রায় ২০-২৫টি ব্যাংক আছে। দক্ষিণাঞ্চলের অন্যতম পাইকারি কেন্দ্র...