রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হল ৭৭তম এমি অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠান। নেট বারগেৎজি এর উপস্থাপনায় জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময়ে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এবছরের এমি বিজয়ীদের তালিকা:সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিওসেরা ড্রামা সিরিজ: দ্য পিটসেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস) সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন) সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো...