১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম একসময় ধনী চীনা পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খ্যাতি ছিল সিঙ্গাপুরের। রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সুবিধা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং ম্যান্ডারিন ভাষার প্রচলন ধনী চীনারা সিঙ্গাপুরে আসার প্রধান কারণ ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কঠোর নিয়মকানুন, কমপ্লায়েন্সের জোরদার ব্যবস্থা এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে তারা সিঙ্গাপুর ত্যাগ করতে শুরু করেছেন। ২০১৯ সালের পর চীনা ধনীদের সিঙ্গাপুরে আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। তবে ২০২৩ সালে ফুজিয়ান অঞ্চল থেকে আসা ধনীদের ৩ বিলিয়ন সিঙ্গাপুর ডলার অর্থপাচারের ঘটনা (‘ফুজিয়ান মামলা’) প্রকাশ্যে আসার পর সিঙ্গাপুরের নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকগুলো কঠোর পদক্ষেপ নেয়। নতুন নিয়ম এবং কমপ্লায়েন্স চেক কার্যকর হওয়ায় ধনীদের আবেদন ও পারিবারিক অফিস স্থাপন কমে যায়। বিশেষ করে ক্রিপ্টো খাতে নতুন লাইসেন্স এবং কঠোর...