রায়ো ভায়োকানোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। তবে ফিরেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আধা ডজন গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। ক্যাম্প ন্যুর সংস্কার চলমান থাকায় খেলাটি হয়েছে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। ছোট এই মাঠেই গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে লেভানডফস্কি ও রাফিনিয়া দুজনেই বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছেন। লা লিগার ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করলেন। ম্যাচে আধিপত্য ধরে রেখেই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি...