তরুণেরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সকালে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্রবিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। এই তরুণেরাই, ২৪–এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যুগে যুগে ইতিহাস রচনা করেছেন তরুণেরা। এর আগে, বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ৫টি ক্যাটাগরিতে মোট ১২ জনকে এবার পুরস্কার দেওয়া হয়।...