ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টারের দুই ক্লাবেরই শুরুটা হয়েছে বাজেভাবে। দলবদলে এবার দুই ক্লাবেই বেশকিছু নতুন মুখ এসছে কিন্তু কোন ক্লাবেই ছন্দে ফিরতে পারছিল না। লিগে টানা দুই ম্যাচে হারের পর ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে সিটি। ঘরের মাঠ ইতিহাদে গতকাল (১৪ সেপ্টেম্বর) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে চেনা ছন্দে ফিরল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ম্যাচের ১৮তম মিনিটে গোল করে সিটিকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে হলান্ডের জোড়া গোল ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইউনাইটেড, তবে আক্রমণে এগিয়ে ছিল গার্দিওলার শিষ্যরা। ম্যাচে ৪৫ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় সিটি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ইউনাইটেড ৫৫ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিলে লক্ষ্যে ছিল দুটি।...