গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। ভুক্তভোগী তামিম সরকার জানান, সেদিন তিনি ও তার বন্ধু আবিদ সরকার (১৭) শাপলা চত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন অজ্ঞাত যুবক এসে তাদের পরিচয় জানতে চান। নিজেদের গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা পরিচয় দেওয়ার পর ওই যুবকেরা তাদের জোর করে সাইডে নিয়ে যেতে চান। ভুক্তভোগি আবিদ বলেন, ‘আমরা রাজি না হলে তারা গায়ে হাত তোলে। আমি প্রাণভয়ে দৌড় দিই। তখন আমাকে ছাতা দিয়ে আঘাত করে ও মারধর করে। পরে আমার পকেটে থাকা দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। তামিমের কাছ থেকে তারা মোবাইল ফোন ও তিন হাজার টাকা নেয়।’ তামিম আরও জানায়, ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে...