পার্বত্য জেলা বান্দরবানের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। জেলার ৪৩৫টি বিদ্যালয়ের মধ্যে ১৭৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। পাশাপাশি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪২টি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জেলায় প্রধান শিক্ষকের ১৭৯টি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের ২০৩৯টি পদের মধ্যে ৪২টি শূন্য। ১৯৮৬ সালে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ২১৯টি। সে সময়কার জনবল কাঠামো দিয়েই এখনো শিক্ষা ব্যবস্থা চলছে। অথচ গত ৪০ বছরে নতুন করে আরো ২১৬টি বিদ্যালয় জাতীয়করণ হলেও শিক্ষক ও কর্মচারীর সংখ্যা সেভাবে বাড়ানো হয়নি।আরো পড়ুন:আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনওফেনীতে নদী ভাঙনের কবলে বিদ্যালয়ের ভবন সংশ্লিষ্ট সূত্রে জানায়, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে বিদ্যালয়গুলোতে দায়িত্ব পালন করছেন। একসঙ্গে প্রশাসনিক কাজ ও পাঠদান সামলাতে হিমশিম খাচ্ছেন...