আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দেশব্যাপি তিন দিনের এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে দলটি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের কর্মসূচির বিস্তারিত জানান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির বলেন, জুলাই...