স্বাস্থ্য প্রতিবেদকঃভাঙা হাড় জোড়া লাগাতে দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। তবে এবার বড় সুখবর দিল চীনের একদল গবেষক। তারা এমন এক অভিনব চিকিৎসা আঠা তৈরি করেছেন, যা মাত্র তিন মিনিটেই ভাঙা বা টুকরো টুকরো হাড় জোড়া লাগাতে সক্ষম। চিকিৎসা বিজ্ঞানে কার্যকর হাড়ের আঠা খুঁজে বের করা দীর্ঘদিন ধরেই একপ্রকার ‘সোনার হরিণ’ হিসেবে বিবেচিত হচ্ছিল। অবশেষে সেই চ্যালেঞ্জের সমাধান এনে দিলেন চীনা বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ঝিনুকের প্রাকৃতিক এক কৌশল কাজে লাগিয়ে তৈরি ‘বোন ০২’ নামের বিশেষ ধরনের এই আঠা। নতুন এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষক দলের প্রধান সার রান রান শ হাসপাতালের অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেন, পানির নিচে কীভাবে ঝিনুক কোনো কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে আমরা...