১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে বিজিবির এই অভিযান সীমান্তে নতুন আস্থার প্রতীক হয়ে উঠছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ভৌগোলিক কারণে দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের অন্যতম রুট। বিশেষ করে উখিয়া-টেকনাফ সীমান্ত, নাফ নদী ও সাগরপথ হয়ে মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটার মতো উপকূলীয় এলাকা দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথসহ নানা মাদক দেশে প্রবেশ করছে। ধারণা করা হয়, প্রায় ৮০ শতাংশ মাদকই সমুদ্রপথে পাচার হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কড়া নজরদারির কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়েও মাদক প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫...