দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর প্রতিনিধিরা। তাদের মতে, নীতিমালা কার্যকর হলে উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হবে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশে অর্থ পাচারের সুযোগ তৈরি হবে। গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে এই পলিসি করা হয়েছে। এখানে দেশীয় উদ্যোক্তাদের কোনো স্থানই নেই। নতুন টেলিকম পলিসি কার্যকর হলে দেশীয় উদ্যোক্তাদের কোনো অস্তিত্ব থাকবে না। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত মতবিনিময়সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন টিআরএনবির সভাপতি সমীর কুমার দে। বক্তারা বলেন, যে প্রক্রিয়ায় নতুন টেলিকম নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, তাতে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তারা অভিযোগ করেন, এতে গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে, ছোট অপারেটরদের...