নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে চুলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অনেকেই আছেন নিয়মিত চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন কিন্তু চুল আঁচড়ানোর সময়ে নোংরা চিরুনি ব্যবহার করেন। এই নোংরা চিরুনি ব্যবহারের ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়, চুলের উজ্জ্বলতা কমে যায়। ১. চুল নির্জীব হয়ে যায়নোংরা চিরুনিতে চুল আঁচড়ালে চুলের প্রাকৃতিক তেল ও ময়লা আবার চুলে ফিরে আসে। ফলে চুল নিস্তেজ হয়ে পড়ে। ২. চুল পড়তে শুরু করেনোংরা চিরুনিতে জমে থাকে ময়লা এবং মরা কোষ। যখন নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়, তখন এই ময়লা ও মরা কোষগুলো চুলের গোড়ায় গিয়ে আটকে যায়, ফলে চুল পড়া শুরু করে। ৩. চুলে জট বাঁধিয়ে দেয়নোংরা চিরুনিতে চুল আঁচড়ানো হলে চুলে আঠালো ভাব তৈরি হয়। এতে চুলে সহজে জট পাকিয়ে গিয়ে চুল ভাঙতে শুরু...