নেত্রকোণার বারহাট্টায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত...