ঢাকা:বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৫ দফা গণদাবি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতির প্রচলন: জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন পাবে, যা তাদের মতে গণতন্ত্রের জন্য জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা: একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড...