নেপালের পলাতক বন্দিরা ফিরে না এলে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, জেন জি আন্দোলনের সময় দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে পালানো সব বন্দি যদি ফিরে না আসে, তবে বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। খবর বিবিসির। কারাগার ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক চমেন্দ্র ন্যুপানের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ১১ হাজার বন্দি পলাতক রয়েছেন। নেপালের কারা ব্যবস্থাপনা বিভাগ শুক্রবারের মধ্যে জেল পলাতকদের ফিরে আসার আহ্বান জানালে কিছু বন্দি ফিরতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে আরও কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে গত কয়েকদিনে যারা পালিয়েছেন, তাদের অধিকাংশই এখনো কারাগার ও কিশোর সংশোধনাগারে ফিরে আসেননি। কারাগারে ফেরানোর উদ্যোগকারা ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ন্যুপানে বলেছেন, যেসব অপরাধী ফিরতে চাচ্ছে না তাদেরকে শিগগির আটক করা হবে। তিনি আরও বলেন, এজন্য...