জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয়লাভ করে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। ছাত্রদল-শিবির সমর্থিত প্যানেলের বাঘা বাঘা প্রার্থীদের পেছনে ফেলে জিতুর এমন জয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। জাকসু নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ পদেই শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে (ভিপি) জয়লাভ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’র আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জিতু জুলাই আন্দোলনের প্রথম থেকেই সোচ্চার ছিলেন। এমনকি গণ-অভ্যুত্থান-পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যৌক্তিক সব ধরনের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের শুরুতে সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে...