দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় মন্তব্য করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। তিনি বলেন, পিলখানায় দেশের সেনাবাহিনীকে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন। এদিন মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে এ মামলায় ৪৬তম সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত তিন সদস্যের প্যানেলের সামনে তিনি সাক্ষ্য দেন। একইদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য...