কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি, চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের দৌরাত্বে সাধারণ সেবা গ্রহীতারা নাভিশ্বাস উঠেছেন। সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরটি বর্তমানে যেন দালাল ও দুর্নীতিবাজদের আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন দলিল লেখকদের সহযোগিতায় সেবা গ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী হেবা দলিলে ৭৮০ টাকা এবং কবলা দলিলে ৩৮০ টাকা ফি নির্ধারিত থাকলেও, দৌলতপুর অফিসে হেবা দলিলের জন্য ৩,২২০ টাকা এবং কবলা দলিলের জন্য ৩,১২০ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া মৌজা মূল্যের বেশি মূল্যে ২%, জমির শ্রেণী না থাকলে ২%, বন্টন নামা দলিলে ১%, শ্রেণী বাড়ী হলে ১০,০০০ টাকা, এক দলিলে দুটি মৌজা হলে ২০,০০০ টাকা, ওয়ারিশ সূত্রে ২০,০০০ টাকা এবং জাতীয় পরিচয়পত্রে নামের সমস্যা থাকলে ৭,০০০ টাকা অতিরিক্ত নেওয়া...