ঢাকা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষী হিসেবে তার জবানবন্দি দিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এদিন বেলা পৌনে ১১টায় মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে আসেন। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, তবে প্রসিকিউশন জানিয়েছে, তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন। এর আগে, ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দেন। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী...