টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে এমি অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী স্বীকৃত। সারা বছর এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন ছোট পর্দার শিল্পী-কলাকুশলীরা। অপেক্ষার পালা শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর আয়োজনে এমির এবারের আসরটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি। সবচেয়ে বেশি (২৭টি বিভাগে) মনোনয়ন পেয়েছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’। তবে গুরুত্বপূর্ণ ছয়টি পুরস্কার জিতে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেন্স’। আর আসর সর্বোচ্চ ১৩ পুরস্কার জিতেছে ‘দ্য স্টুডিও’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএস চ্যানেল এবং প্যারামাউন্ট+ এ স্ট্রিমিংয়ে। এক নজরে ৭৭তম এমি অ্যাওয়ার্ডসড্রামা সিরিজ : ‘দ্য পিট’কমেডি সিরিজ : ‘দ্য স্টুডিও’লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ : ‘অ্যাডোলেসেন্স’অভিনেতা (ড্রামা সিরিজ) : নোয়া হয়াইল, ‘দ্য পিট’অভিনেতা (কমেডি...